আল্লাহর সুন্দর 99 টি নাম, অর্থ ও ফজিলত সম্র্পকে জানতে এই অ্যাপটি ডাউনলোড করুন
"আসমাউল হুসনা" বা "মহান আল্লাহ্ তা'য়ালার 99 (নিরানব্বই) টি নাম" - এর কথা আমরা প্রায় সকল মুসুলমানই কম বেশী শুনেছি। কিন্তু এই নামগুলো জিকির ও আমলের যে অসম্ভব শক্তি ও ফায়দা তা কতজন জানি? শুধুমাত্র অন্ধের মত নামগুলো মুখস্ত না করে তা ভালোভাবে বুঝে তা থেকে আমল ও জিকিরের মাধ্যমে যে অকল্পনীয় উপকার লাভ করা যায় তা আমাদের জানা উচিত। আমরা আমাদের এই অ্যাপটিতে আল্লাহর গুনবাচক 99 টি নামের অর্থ ও তার কিছু ফজিলত এই অ্যাপটিতে তুলে ধরেছি।
এই অ্যাপটিতে পাবেন ---
- আল্লাহর 99 নামরে ফজিলত
- আল্লাহর 99 নাম অর্থ ফজিলত
- আল্লাহর 99 নাম
- আল্লাহর 99 টি নাম ও ফজিলত
- 99 নাম
- আল্লাহর উপর ভরসা
अल्लाह, "Asmaul Husna" या "सबसे बड़ी अल्लाह subhanawa ताल 99 सुंदर नाम है" के नाम पर। इन नामों विभिन्न imporantce और हर रोज इन नामों पढ़ने की benifets है। हम आपको जानने के लिए और दुआ करते हैं और यह भी हर दिन सुनाना अल्लाह 99 सुंदर नाम और इस नाम के अमल करते हैं इस तरह के opurtunity देने के लिए इस एप्लिकेशन बनाया है।
हमारे साथ रहने के लिए धन्यवाद।
আল্লাহ নামটি হচ্ছে ইসমে আযম এবং আল্লাহর সকল সুন্দরতম নামের সমষ্টি। যদি কেউ এই নামে তাকে স্মরণ করে তাহলে তাকে সকল সুন্দর নামে স্মরণ করার মতো সওয়াবের অধিকারী হবে। আল্লাহর তৌহিদের সাক্ষ্য দানের জন্য এই নামটিই উপযুক্ত। তাই এই নামটি আল্লাহর সকল নামের মধ্যে বেশী প্রাধান্যতা রাখে এবং পবিত্র কোরআন শরীফে উক্ত নামটির ব্যবহার সবচেয়ে বেশী এবং তার সংখ্যা ২807 বার বলে উল্লেখ করা হয়েছে।
* বিভিন্ন নির্ভরযোগ্য রেওয়ায়েত থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ অন্তর থেকে 10 বার ইয়া আল্লাহ বলে তাহলে তার দোয়া বা আবেদন বিফলে যাবে না।
* যদি কেউ প্রত্যেকদিন সকালে, বিকেলে, প্রত্যেক নামাজের পরে এবং রাতের শেষভাগে অন্তর থেকে উক্ত নামটির (یا الله) 66 বার তেলাওয়াত করে তাহলে দুনিয়া এবং আখেরাতে এর সুফল পাবে।
* আর রাহমানু; পরম করুনাময়। আল্লাহ তায়ালার এই নামটি জামালী গুন সম্পন্ন নাম। এই পবিত্র নামটি প্রতিদিন নামাযের পর 100 বার করে পড়লে মনের খাম খেয়ালী, কোন কিছুর ভুলিয়া যাওয়ার প্রবনতা ইত্যাদি দূর হয়।
* আর রাহীমু; পরম দয়াময়। এই পবিত্র নামটি জামালী গুন সম্পন্ন নাম। এই পবিত্র নামটি 100 বার যিকির এর সাথে স্মরণ করলে অন্তর নরম হয় এবং অন্তরে হেদায়েতের আলো প্রবেশ করে .এই পবিত্র নামটি কোন পাত্রে লিখে এবং এর দ্বারা পানি ধুয়ে কোন গাছের গোড়ায় ঢেলে দিলে সেই গাছে প্রচুর ফল ধরবে।
* আল মালিকু; এর অর্থ সর্বাধিকারী। আল্লাহর এই নামটি মিশ্র গুন সম্পন্ন নাম। প্রতি দিন 1২0 বার যিকির করলে আল্লাহ তায়ালা তার মনের কালিমা ও মলিনতা দূর করে তাকে যাহেরী ও বাতেনী উভয় প্রকার বরকত দান করে থাকেন
* আল কুদ্দুসু; এর অর্থ অতি পবিত্র। (সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওররুহি) এই পবিত্র বাক্যটি 185 বার পড়ে এবং তারপর 1 টি রুটিতে লিখে খেলে সকল রকম এর বিপদ আপদ হতে বেঁচে আর আল্লাহ তায়ালার ইবাদত করার তওফিক লাভ করবে।